জয়পুরহাট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে সেইফ কর্তৃক পরিচালিত মোটর ড্রাইভিং ইউথ বেসিক মেইনটেন্যান্স কোর্স এর ৫ম ও ৬ষ্ট ব্যাচ এর সমাপনী এবং ৭ম ও ৮ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কলেজ এর অধ্যক্ষ প্রকৌশলী সরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একাডেমিক ইনচার্জ গৌতম কুমার মন্ডল, চীফ ইন্সটাক্টর রেজাউল করিম ও আব্দুর রহিম, জুনিয়র ইন্সটাক্টর অরুন চন্দ্র অধিকারী, ড্রাইভিং শিক্ষার্থী আশরাফুল ইসলাম, ওহেদুর রহমান আকাশ, ইশরাত জাহান প্রমুখ। অনুষ্ঠান শেষে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধন করেন প্রধান অতিথি। প্রধান অতিথি জেলা প্রশাসক সরকারের বেকারত্ব দুরিকরণে গৃহিত কর্মসুচির আলোকে সকলের হাতে কাজ সৃষ্টির লক্ষ্যে কর্মমুখি শিক্ষা গ্রহনের প্রতি আহবান জানান।