“উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে)” শীর্ষক প্রকল্পটি গত ২১/০১/২০২০ সভায় অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে জয়পুরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে আনন্দ র্যালী বের করে। এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দনপত্র প্রেরণ করা হয়। টিএসসি’র অধ্যক্ষ প্রকৌশলী সরিফুল ইসলামের নেতৃতে র্যালিটি শহর প্রদক্ষিণ করে শেষ হয় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে । এ সময় উপস্থিত ছিলেন টিএসসি’র চিফ ইন্সট্রাকটর রেজাউল করিম, গৌতম কুমার মন্ডল ও আব্দুর রহিম ইন্সট্রাকটর দুলাল চন্দ্র মন্ডল সহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। একনেক সভায় এ মেঘা প্রকল্পটি অনুমোদন করার ক্ষেত্রে প্রকল্প পাশে অগ্রণী ভূমিকা পালনে শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি, পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান এমপি, অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপনকরেন ।